আত্ম দেব কথা – ৫

আত্ম দেবের কথা – ৫

মন আমাদের দুটো – ১, সচেতন মন ,২ অবচেতন মন . যাকে ইংরাজীতে বলে –1. conscious mind and  2. subconscious mind . এই দুটিকে বুজতে হলে মন দিয়ে আমার লেখাটা, মন দিয়ে বুজতে হবে , মন দিয়ে পড়তে হবে . এই খানেও আমি দুটি মনের কথা বলেছি – ১ টা মন দিয়ে বুজতে হবে মানে

সচেতন  মন conscious mind দিয়ে লেখাটা পড়লাম ,এটা সত্য কিন্তু মন দিয়ে বুজতে হবে –এই সময় ( বেশির ভাগ মানুষ ) শতকরা ৯৮% মানুষ অবচেতন subconscious mind  

মনে চলাযায় . বুজাবার সময় মন অন্যদিকে চলেগিয়েছিল

মানে অন্য কিছু সেই সময় চিন্তা করছিলাম, তাই হঠাত করে

বলে ফেলাম কি বললেন ??

এই কথা বলার কারন কে বোজানোর জন্য এই কথা বলা যে

মনের কারন ই হলো সর্বদায় সে অবচেতন মনে চলে যওয়া

ধ্যেনের সময় ও প্রথমে মন অবচেতন অবস্থায় থাকে তারপর

আস্থে আস্থে মন স্থির হলে  মন – সচেতন মনে প্রবেশ করে /

                            জয় গুরু

Related Posts
Leave a Reply

Your email address will not be published.Required fields are marked *